Gostho gopal das biography of barack
Gostho gopal das biography of barack
Biography of barack obama.
শহর দেয়নি ঠাঁই, গ্রামবাংলা কিন্তু আজও বুকে আঁকড়ে রেখেছে গোষ্ঠ গোপাল দাসকে
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: 19th October 2022 15:56
শহর দেয়নি ঠাঁই, গ্রামবাংলা কিন্তু আজও বুকে আঁকড়ে রেখেছে গোষ্ঠ গোপাল দাসকে
রূপাঞ্জন গোস্বামী
শহর ছাড়িয়ে গ্রামবাংলায় পা রাখলেই শুরু হয়ে যায় তাঁর সাম্রাজ্য। গ্রামবাংলায় তাঁর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। সেখানে তিনিই একমেবাদ্বিতীয়ম। বিশ্বাস না হলে, কোনও এক গভীর রাতে গ্রামবাংলার যেকোনও স্টেশন, বাসস্ট্যান্ড, খেয়াঘাট বা গঞ্জের বাজারে চলে যান। কোনও না কোনও রাত জাগা দোকান থেকে নিশ্চিত ভাবে আপনার কানে ভেসে আসবে, "চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কী", "ঘুমায়ো না আর বেহুলা জাইগা থাকো রে", " ও নাগর কইয়া যাও, কোন বা দেশে যাও, আমার পরান কান্দে" কিংবা সেই মানুষটির গাওয়া কোনও না কোনও গান।
ক্রমশ আপনাকে সম্মোহিত করতে থাকবে, সোঁদা মাটির গন্ধ মাখা গানগুলি। আপনি অনুভব করবেন, গ্রামবাংলার মেঠো পরিবেশের সঙ্গে মানুষটির গেয়ে যাওয়া গানগুলির একাত্মতা। ঠিক এই কারণেই, প্রায় পাঁচ দশক ধরে তাঁর প্রাণ কাঁদানো গানের মাধ্যমে পশ্চিমবঙ্গের গ্রাম ও মফ